Barak Valley
হাইলাকান্দিতে পতাকা তুলবেন জেলা আয়ুক্ত
জনসংযোগ, হাইলাকান্দি : মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলবেন ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিভারে। এই উপলক্ষে সারাদিনব্যাপী প্রশাসনের উদ্যোগে নানা কার্যসূচি গ্রহণ করা হয়েছে।
কার্যসূচির মধ্যে থাকছে শহরের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত প্রচার, সরকারি ও বেসরকারি গৃহে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, শহীদ বেদীতে শহীদ দর্পণ ,শিশুদের মধ্যে চকলেট বিতরণ, কারাগারের কয়েদি এবং হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ, রবীন্দ্রভবনে ইমিডিয়া অ্যাসোসিয়েশন কর্তৃক শিশুদের মধ্যে দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শন, জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ইত্যাদি।