হাইলাকান্দিতে পরিবেশ সংরক্ষণের প্ল্যান

হাইলাকান্দি ১৩ মে : হাইলাকান্দিতে পরিবেশ সংরক্ষণের জন্য সরকারি বিভাগগুলির পরিকল্পনা তৈরি করতে সোমবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সরকারি বিভাগগুলি কে তাদের পরিকল্পনা আগামী ১৭ মে-র মধ্যে জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়। সভায় হাইলাকান্দি পুর এলাকার পরিবেশ রক্ষার জন্য মিউনিসিপালিটিকে এবং গ্রামীণ এলাকার পরিবেশ রক্ষার জন্য পি এইচ ই এবং গ্রাম উন্নয়ন বিভাগকে কাজ করতে বলা হয়। স্বাস্থ্য বিভাগ থেকে সভায় বায়োমেডিকেল ওয়েস্ট বর্জ্য নিষ্কাশনের জন্য কমন ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করতে প্রশাসন থেকে ব্যবস্থা নিতে বলা হয়।
সভায় স্বাগত ভাষণে ডি এফ ও অখিল দত্ত ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, ডোমেস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট, মাইনিং কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং নয়জি পলিউশন ম্যানেজমেন্ট সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের প্ল্যান প্রণয়ন করতে সরকারি নীতি নির্দেশিকা তুলে ধরেন।