Barak Valley

হাইলাকান্দিতে প্রাক্তন সৈনিকদের অভিযোগ নিরসনে গ্রিভান্স সেল

জনসংযোগ, হাইলাকান্দি, ৪ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় সশস্ত্র বাহিনীত কর্মরত ও প্রাক্তন জওয়ানদের বিভিন্ন অভাব অভিযোগ নিরসনে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে একটি গ্রিভান্স সেল খোলা হবে। সোমবার জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত সৈনিক বন্ধু সভায় পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জেলা সৈনিক কল্যাণ আধিকারিককে এই গ্রিভান্স সেল খুলতে নির্দেশ দেন। সভায় জেলার স্থল, নৌ এবং বিমানবাহিনীর প্রাক্তন কর্মী এবং আধিকারিকদের উপস্থিতিতে সৈনিক কল্যাণে জেলায় গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়। জেলা আয়ুক্ত প্রাক্তন সৈনিক কর্মী অথবা আধিকারিকদের থেকে প্রাপ্ত অভিযোগগুলি সংশ্লিষ্ট বিভাগে নিরসনের জন্য প্রেরণ করতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিককে নির্দেশ দেন।

Show More

Related Articles

Back to top button