হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির উন্নতি
জনসংযোগ, হাইলাকান্দি, ৩১ মে : হাইলাকান্দি জেলার ২২টি রাজস্ব গ্রাম থেকে বন্যার জল সরে যাওয়ায় জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শুক্রবার। তবে শুক্রবার পর্যন্ত জেলার ৩৪ টি রাজস্ব গ্রামের দশ হাজার ১৬৫ জন লোক বন্যার কবলে রয়েছে। শুক্রবার নতুন করে আরো একটি রিলিফ ক্যাম্প খোলায় জেলায় এখন পর্যন্ত ১৫ টি রিলিফ ক্যাম্পে ২৭০৬ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। শুক্রবার আর আগলা পুর রাজস্ব চক্রের কালিনগরে সাত বছর বয়সের একটি শিশু ধ্রুবজ্যোতি দাস জলে ডুবে মারা যাওয়ায় বন্যায় হাইলাকান্দিতে এ পর্যন্ত তিনজনের প্রাণহানি ঘটল। শিশুটির লাশ এসডিআর এফ বাহিনী জোয়ানরা শুক্রবারই উদ্ধার করেছেন। শুক্রবার প্রশাসন থেকে রিলিফ বন্টন করা হয়েছে। ত্রাণকেন্দ্র গুলির জন্য শুক্রবার ৫৯.৯৯ কুইন্টাল চাল, ১৭.০৩ কুইন্টাল ডাল, ৫.১১ কুইন্টাল লবণ এবং ৫১০ লিটার শস্য তেল বরাদ্দ করা হয়েছে। এদিকে জেলার রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ড, সুদর্শনপুর দ্বিতীয় খন্ড এবং নিমাই চাঁদপুর দ্বিতীয় খন্ডে বন্যা প্রতিরোধী নদী বাঁধ ভেঙ্গে গেছে জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুক্রবার জানিয়েছেন।