Updates

হাইলাকান্দিতে বিধ্বংসী অগ্নিকান্ড, দু’টি বাড়ি সহ দোকান ভস্মীভূত

হাইলাকান্দি : হাইলাকান্দি শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দু’টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৫:৩০টা নাগাদ শহরের বাটা পয়েন্ট এলাকায় সংঘটিত এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ তবে হাইলাকান্দি দমকল বাহিনীর বিশেষ তৎপরতায় বরাতজোড়ে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে৷

জানা গেছে, এদিন সন্ধ্যা ৫:৩০টা নাগাদ শহরের শিলচর রোডের মাটিজুরি পয়েন্ট এলাকার বাসিন্দা রাজীব সরকারের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে প্রথমে তার বাড়িতে আগুন লাগে৷ এরপরে আগুনের লেলিহান শিখা দেবতোষ সরকারের বাড়িতে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে বাড়ি ও দোকান মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে৷

Show More

Related Articles

Back to top button