হাইলাকান্দিতে মিশন ইন্দ্রধনুষ টিকার দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি

জনসংযোগ, হাইলাকান্দি, ৬ সেপ্টেম্বর: হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য বিভাগের মিশন ইন্দ্রধনুষ ৫.০ কার্যসূচির আওতায় নিয়মিত টিকা থেকে বাদ পড়া শিশু ও গর্ভবতী মায়েদেরকে দ্বিতীয় রাউন্ডের টিকা আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে। জেলায় এর জন্য প্রস্তুতি এগিয়ে চলেছে। দ্বিতীয় রাউন্ডে জেলায় ২৮৬৯ টি শিশু এবং ৫৫১ জন গর্ভবতী মহিলাকে এই পর্যায়ের টিকাকরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের এই টিকার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বুধবার হাইলাকান্দিতে মিশন ইন্দ্রধনু টাস্ক ফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। এডিসি কিমচিন লঙ্গাম এর পৌরোহিত্যে সভায় জানানো হয় যে এই রাউন্ডে জেলায় ১০৯ টি সেশন অনুষ্ঠিত হবে। সভায় স্বাস্থ্য ও যুগ্ম সঞ্চালক অলকানন্দা নাথ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পূজা দাওলাগাপু অংশ নেন।উল্লেখ্য,চলতি পর্যায়ের প্রথম রাউন্ড গত আগস্টের ৭ তারিখ থেকে ১২ তারিখ অনুষ্ঠিত হয়। এরপর তৃতীয় রাউন্ড অক্টোবর মাসের ৯ থেকে ১৪ তারিখ ধার্য হয়েছে। জেলার মিশন ইন্দ্রধনুসের টিকা দিতে সংশ্লিষ্ট এলাকার আশা এবং এ এন এম দের সঙ্গে যোগাযোগ করতে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।