Barak Valley

হাইলাকান্দিতে ম্যালেরিয়া মাস উদযাপন

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুন : হাইলাকান্দি জেলায় চলতি জুন মাসকে ম্যালেরিয়া মাস হিসেবে উদযাপন করা হচ্ছে। এর অঙ্গ হিসাবে জেলায় জ্বর থাকা সন্দেহ প্রবণ রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ম্যালেরিয়া সমীক্ষার এই কাজ করছেন।। জেলায় এই কাজের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনার জন্য মঙ্গলবার হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাক্তার অলকানন্দ নাথ এর পৌরোহিত্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় ম্যালেরিয়া সন্দেহ থাকা রোগীদেরকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করে বিনামূল্যে সরকারি চিকিৎসার সুযোগ নেবার আহবান জানানো হয় ।মঙ্গলবারের সভায় জেলার স্বাস্থ্য বিভাগের সব কয়টি ব্লক হাসপাতালের চিকিৎসকগণ অংশ নেন। উল্লেখ্য, বসতবাড়ির আশেপাশে আবদ্ধ জল থাকলে ম্যালেরিয়া মশার বংশবিস্তার হয়। তাই বাড়ির আশেপাশে জমা জল না রাখতে এবং রাতের বেলা মশারি ব্যবহারের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button