Barak Valley
হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস সকাল ৯ টা থেকে
জনসংযোগ, হাইলাকান্দি, ৬ জুন : হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলির ক্লাস শুক্রবার থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সকাল ৯ টা থেকে শুরু হবে । জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি ত্রিদীপ রায় বৃহস্পতিবার এই মর্মে এক আদেশ জারি করেছেন। উল্লেখ্য সাম্প্রতিক প্রচন্ড গরমের তীব্র দাবদাহে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস এগিয়ে আনা হয়েছিল। কিন্তু বর্তমানে আবহাওয়ার উন্নতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস যথারীতি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগের মতো সকাল ৯ টায় শুরু হবে বলে আদেশে জানানো হয়েছে।। জেলার সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে।