হাইলাকান্দিতে হর ঘর তিরঙ্গা কাল থেকে
জনসংযোগ, হাইলাকান্দি, ৭ আগস্ট : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে হর ঘর তিরঙ্গা প্রচারাভিযান শুরু হচ্ছে। এই উপলক্ষে শুক্রবার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ নামক শোভাযাত্রা বের করা হবে। ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ‘তিরঙ্গা কনসার্ট’ নামক সংগীত কার্যক্রম এর আয়োজন করা হয়েছে। এতে স্বাধীনতার স্পিরিট অক্ষুন্ন রাখতে দেশাত্মবোধক সংগীত গণ সচেতনা হিসাবে প্রচার করা হবে। পাশাপাশি ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ‘তিরঙ্গা শ্রদ্ধাঞ্জলি’ নামক কর্মসূচিতে স্বাধীনতা সংগ্রামী অথবা তাদের উত্তরসূরিদেরকে সংবর্ধনা জানানোর কার্যক্রম থাকছে। একই সাথে ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ‘তিরঙ্গা শপথ’ নামক কার্যসূচিতে জাতীয় পতাকা নিয়ে গত বছর ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচিতে স্থাপিত শিলাফলকে জাতীয় পতাকা নিয়ে শপথ গ্রহণ করার কার্যসূচিও আয়োজন করা হবে। এছাড়া ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ‘তিরঙ্গা ক্যানভাস’ নামক কর্যসূচির আয়োজনও চলবে। এই কার্যসূচির ডিজাইন টেমপ্লেট ওয়েবসাইট www.harghartiranga.com এ পাওয়া যাবে। এরপর ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে সেলফি harghartiranga.com আপলোড করার কার্যসূচি থাকবে। মঙ্গলবার রাতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এই উপলক্ষে আয়োজিত সব কার্যসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।