Barak Valley

হাইলাকান্দিতে হর ঘর তিরঙ্গা

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দিতে রবিবার থেকে হর ঘর তিরঙ্গায় সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসাধারণের বাসস্থানে জাতীয় পতাকা উত্তোলন করে রাখার কার্যসূচি শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই হর ঘর তিরঙ্গা কার্যসূচি চলবে। জেলা প্রশাসন থেকে উত্তোলিত জাতীয় পতাকা সহ সেলফি তুলে ওয়েবসাইট http://harghartiranga.com এ আপলোড করতে আবেদন জানানো হয়েছে।

এদিকে মেরে মাটি মেরা দেশ কার্যসূচির অন্তর্গত পঞ্চ প্রাণের শপথ এবং বীরোকাবন্ধন কার্যসূচি রবিবার দিনও অব্যাহত রয়েছে। পঞ্চ প্রাণের শপথ হিসেবে জিপি গুলিতে স্থাপিত শিলাফলকে একমুঠী মাটি নিয়ে পাঁচটি শপথ নেওয়া হয়। প্রথম শপথে ২০৪৭ সালের মধ্যে ভারতবর্ষকে একটি আত্মনির্ভর এবং বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করতে অঙ্গীকার করা হয়।

মন থেকে দাসত্বের মনোভাব পরিহার করা এবং দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে নিয়ে গৌরব করার অঙ্গীকার করা হয়। চতুর্থ শপথ দেশের একতার বন্ধন সুদৃঢ় করার এবং রাষ্ট্রের সুরক্ষায় নিয়োজিতদের সম্মান জানানোর অঙ্গীকার করা হয়। পঞ্চম শপথে নাগরিক হিসেবে কর্তব্য পালনের অঙ্গীকারও করা হয়। এই শপথের সেলফি তুলে ওয়েবসাইট http:// merimaatimeridesh.gov.in এ আপলোড করা হয়।

এদিকে ওয়েবসাইটে আপলোড করার কোন অসুবিধা হলে দুটি হেল্পলাইন দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। এগুলি হল 9873984336, 7668140277, 9910847775 এবং টুল ফ্রি 18002037499 । এছাড়া শিলাফলকগুলিতে রবিবার দিনও স্বাধীনতা সংগ্রামী এবং নিরাপত্তা বাহিনীতে কাজ করে প্রাণ আহুতি দেওয়া স্থানীয় বীরদেরকে স্মরণ করা হয়।

Show More

Related Articles

Back to top button