Barak Valley
হাইলাকান্দিতে ৫৫৯৭৫ জনকে প্রধানমন্ত্রী কিষানের ১৫ তম কিস্তি
জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ নভেম্বর : হাইলাকান্দি জেলার ৫৫ হাজার ৯৭৫ জন কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ১৫ তম কিস্তির অর্থ বুধবার সুবিধা প্রাপক কৃষকদের একাউন্টে হস্তান্তর করা হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের অবস্থিত জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিডিসি অ্যালডার্ড ফারহীন জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী সহ সুবিধা প্রাপক কৃষকরা অংশ নেন । এতে ঝাড়খণ্ডের খুন্তি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় অনুষ্ঠানটি ওয়েবকাস্টিং করে দেখানো হয়। উল্লেখ্য ১৫ তম কিস্তি হিসেবে সুবিধা প্রাপকদের একাউন্টে ২০০০ টাকা করে অর্থ প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় বছরে সুবিধা প্রাপকদেরকে দুই হাজার করে তিনটি কিস্তিতে মোট ছয় হাজার টাকা প্রদান করা হয়।