Barak Valley
হাইলাকান্দির ধলেশ্বরী নদীর পাশ দিয়ে হালকা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
জনসংযোগ, হাইলাকান্দি : পাঁচগ্রামের ১৫৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীর পাশে রেল লাইনের নীচের আন্ডারপাসে জল উঠেছে। তাই ওই আন্ডারপাস দিয়ে হালকা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান এক বিজ্ঞপ্তিতে হালকা যানবাহনগুলিকে ধলেশ্বরী বাইপাস দিয়ে যাতায়াত করতে অনুরোধ জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিজ্ঞপ্তিতে জেলার ৪০টি গ্রামীণ সড়ক বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন।