Barak Valley
হাইলাকান্দির পাঁচটি গ্রামীণ সড়ক জলমগ্ন
জনসংযোগ, হাইলাকান্দি, ২৯ মে : হাইলাকান্দির পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি পিডাব্লিউডি ডিভিশনের অন্তর্গত ৫টি গ্রামীণ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। এগুলি হলো শ্রীকোণা- মোহনপুর পূর্ত সড়কের ১২ কিলোমিটার অংশে ৩০০ মিটার এলাকা, কৈয়া-দীননাথপুর পূর্ত সড়কের ২০০ মিটার এলাকা, কাটলীছড়া ভেটারবন্দ পূর্ত সড়কের ৪ কিলোমিটার অংশে ৫০ মিটার এলাকা এবং ৬ নং জাতীয় সড়কের জামিরা থেকে দামছড়া পূর্ত সড়কের তিন কিলোমিটার অংশে ৮০০ মিটার এলাকা এবং আব্দুল্লাহপুর নতুন বাজার পূর্ত সড়কের তিন কিলোমিটার অংশে ৬ মিটার এলাকা।