Barak Valley

হাইলাকান্দির রিলিফ ক্যাম্প গুলির আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত

জনসংযোগ, হাইলাকান্দি, ৪১ মে : হাইলাকান্দি জেলার রিলিফ ক্যাম্প গুলিতে আশ্রয় দেওয়া শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে নিয়মিত ঔষধ পত্র দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জেলার ত্রাণ শিবির গুলিতে ১৭৫ জন শরণার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে নিয়মিত ওষুধপত্র প্রদান করা হয়। এদিকে জেলার বন্যা আক্রান্ত লোকদের মধ্যে পিএইচই বিভাগ থেকে জল পরিশোধক বড়ি এবং রাসায়নিক সামগ্রী বন্টন অব্যাহত হয়েছে। শুক্রবার পর্যন্ত জেলায় ১৭ হাজার ক্লোরিন ট্যাবলেট এবং ১৫০০ পরিশোধক রাসায়নিক সামগ্রির প্যাকেট বন্টন করা হয়েছে। পাশাপাশি জেলার গৃহপালিত পশুদের চিকিৎসা ও অব্যাহত রয়েছে। শুক্রবার আশ্রয় কেন্দ্রের ৫৩ টি গৃহপালিত পশুর চিকিৎসা করা হয়েছে ভেটেনারি বিভাগ থেকে। এছাড়া শুক্রবার বিভাগ থেকে ১৫ টন পশু খাদ্য বন্টন করা হয়েছে ।

Show More

Related Articles

Back to top button