Barak Valley
হাইলাকান্দির লালায় সড়ক দুর্ঘটনা, হতাহত তিন
লালা : হাইলাকান্দি জেলার অন্তৰ্গত লালা বাইপাস সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুজন। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।
আজ শনিবার দুপুরে লালা বাইপাসে এএস ১১ বি ৬৬৮২ নম্বরের একটি যাত্রীবাহী অল্টোর সঙ্গে এএস ১১ সিসি ৭৪৭৬ নম্বরের একটি ডাম্পারের মুখোমুখি সংঘৰ্ষ হয়। সংঘর্ষে অল্টোর আরোহী শেখ একলাস উদ্দিন লস্কর নামের এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ফারুক হোসেন এবং আরেক জন। তাঁর নাম জানা যায়নি।
গুরুতর আহতদের সংকটজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর লালা থানার পুলিশ তদন্তে নেমে গাড়ি দুটি নিজেদের জিম্মায় নিয়েছে বলে জানা গেছে।