করিমগঞ্জে অনুষ্ঠিত জেলা কৃষক মোর্চার কার্যনির্বাহী সভা

করিমগঞ্জ : করিমগঞ্জে জেলা কৃষক মোর্চার উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী সভা। জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন কৃষক মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে।
সভার শুরুতে ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়েল প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন জেলা কৃষক মোর্চার সভাপতি অমিতাভ দে, জেলা প্রভারি শামিল ভট্টাচার্য, করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এরপর বন্দেমাতরম সংগীতের পর সভার কাজ শুরু হয়। সভায় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে জোর গতিতে দলের কাজ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।
বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কর্তৃক রূপায়িত কৃষকদের উন্নয়নমূলক প্রকল্প ইত্যাদির বিবরণঘরে ঘরে গিয়ে পৌঁছনোর জন্য দলীয় কর্মকর্তাদের কাছে আবেদন জানান। সভায় বক্তব্য রাখেন কৃষক মোর্চার রাজ্য কমিটির সদস্য রাজশেখর দত্ত, করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা,কৃষক মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে,জেলা বিজেপি সম্পাদক অমিত পাল, শ্যামল ভট্টাচার্য, জেলা কৃষক মোর্চার দুই সহ-সভাপতি শান্তনু শেখর দাস ও রাজশেখর দত্ত প্রমুখ।