Barak Valley

হাইলাকান্দি ও লালা, আইসিডিএসএ পোষন মাসের সমাপ্তি অনুষ্ঠান

জনসংযোগ, হাইলাকান্দি, ৪ অক্টোবর: হাইলাকান্দি ও লালা শিশু উন্নয়ন প্রকল্পে ষষ্ঠ পোষণ মাস পালনের সমাপ্তি হয়েছে। এই উপলক্ষে উভয় শিশু উন্নয়ন প্রকল্পে দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি। এতে স্থানীয় উৎপাদিত পুষ্টিকর ফলমূল শাক সবজির সামগ্রী দিয়ে তৈরি উৎকৃষ্ট মানের খাবারের প্রদর্শনীর আয়োজন করা হয়। লালা শিশু উন্নয়ন খন্ডের অধীন মনাছড়ায় ৮৫ নম্বর মডেল অঙ্গনাদি কেন্দ্রে লালার প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনটি শিশুকে ফ্রুট বাস্কেট দেওয়া হয়।

অনুরূপভাবে হাইলাকান্দি শিশু উন্নয়ন প্রকল্পের ষষ্ঠ পোষণ মাসের সমাপনী অনুষ্ঠান ১৫৩ নম্বর বজুরাই এলপি স্কুল এর ৬৬ নম্বর এবং ২৫৩ নম্বর অঙ্গনাদি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ও স্থানীয় উৎপাদিত পুষ্টিকর ফলমূল শাক সবজি ইত্যাদি দিয়ে তৈরি পুষ্টিকর আহারের প্রদর্শনী তুলে ধরা হয়। দুটি প্রদর্শনীরই উদ্বোধন করেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক কবীন্দ্র ওয়িরিসা। উভয় অনুষ্ঠানে সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর আহারের গুরুত্ব নিয়ে বিভিন্ন বক্তা ভাষণ দেন।

Show More

Related Articles

Back to top button