Barak Valley

হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন : আইটি সেল গঠন

জনসংযোগ, হাইলাকান্দি, ৯ সেপ্টেম্বর : রাজ্যে এক কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি অমৃত বৃক্ষ আন্দোলনকে সফল করে তুলতে হাইলাকান্দি জেলায় একটি আইটি সেল (ইনফরমেশন টেকনোলজি) গঠন করা হয়েছে। এই আইটি সেল থেকে অমৃত বৃক্ষ আন্দোলন নামক কর্মসূচির জন্য নির্ধারিত অ্যাপ এর মাধ্যমে জিও ট্যাগ ফটো নির্দিষ্ট সময়ে আপলোড করে বিশ্ব রেকর্ড করার জন্য ইতিমধ্যে রেজিস্টার করা বেনিফিসায়ারিদেরকে ট্রেনিং দেবে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে জেলায় এই ট্রেনিং শুরু হবে। শুক্রবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত অমৃত বৃক্ষ আন্দোলনকে সফল করে তুলতে আয়োজিত প্রশাসনিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে সভায় এই কর্মসূচি বাস্তবায়নের সময় গাও পঞ্চায়েত গুলিতে যে চারা ডিস্ট্রিবিউশন পয়েন্ট স্থাপন করা হবে তার রেকর্ড যথাযথভাবে রাখতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলায় এই কর্মসূচির চারা ডিস্ট্রিবিউশনের রোড ম্যাপ নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় যে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ১২টা১৫ মিনিট পর্যন্ত একটি অনলাইন ট্রেনিং সেশন কর্মসূচি বাস্তবায়নের জন্য জড়িত লোকদের জন্য অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ সেপ্টেম্বর ফটো আপলোডের একটি ট্রায়াল সেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য অমৃতবৃক্ষ আন্দোলন নামক কর্মসূচিতে রাজ্যে ১৭ সেপ্টেম্বর একদিনে এক কোটি গাছের চারা লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়ার জন্য গাছের চারা ইতিমধ্যে কেবল এই অ্যাপের মাধ্যমে রেজিস্টার্ড করা বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে। এর জন্য আগামী ১১,১২,১৩ সেপ্টেম্বর বন বিভাগ থেকে গাঁও পঞ্চায়েতের ডিস্ট্রিবিউশন পয়েন্টে গাছের চারা পাঠানো হবে এবং আগামী ১৩-১৪ এবং ১৫ সেপ্টেম্বর গাও পঞ্চায়েত অফিসগুলি থেকে এই চারা বেনিফিসিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে ।হাইলাকান্দি জেলায় ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৮৩ হাজার ৫০৭ জন বেনিফিশিয়ারি তাদের নাম এই অ্যাপে রেজিস্টার্ড করেছেন।

Show More

Related Articles

Back to top button