Barak Valley
হাইলাকান্দি জেলার সব প্রকল্প স্থলে তথ্যফলক লাগানো সুনিশ্চিত করার নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি, ২৬ জুলাই : হাইলাকান্দি জেলার সব বিভাগের প্রকল্প বাস্তবায়নের সময় প্রকল্প স্থলে তথ্য ফলক লাগানো সুনিশ্চিত করতে জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিডিসি এলডার্ড ফারহীন বুধবার জেলার সব বিভাগীয় প্রধান, পুরসভার নির্বাহী আধিকারিক এবং জেলার সব ভিডিওদের কাছে এক চিঠি পাঠিয়ে প্রকল্প স্থলে প্রকল্পের বিস্তারিত তথ্য সাইনবোর্ড আকারো টাঙ্গিয়ে রাখতে বলেছেন। এতে বলা হয়েছে প্রকল্প স্থলে তথ্য ফলক না থাকার বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসায় এই নির্দেশ জারি করা হয়েছে।