Barak ValleyScience & Tech

হারানো ও চুরি যাওয়া ১১টি এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার করে মালিকদের সমঝে দিল পাথারকান্দি পুলিশ

পাথারকান্দি, ৩১ মে : গত কয়েকদি‌নে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির বি‌ভিন্ন স্থানে হানা দিয়ে হারা‌নো ১১‌টি স্মার্ট মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার ক‌রে প্রকৃত মা‌লিক‌দের হা‌তে সমঝে দিয়েছে পাথারকা‌ন্দি থানার পু‌লিশ।

আজ বুধবার দুপু‌রে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমর‌জিত্‍ বসুমতা‌রি উদ্ধারকৃত মোবাইল ফোনের হ্যান্ডসেটগুলি নিজের হা‌তে মা‌লিক‌দের হা‌তে সম‌ঝে দিয়েছেন। আজ যাঁরা হারা‌নো মোবাইল সেট ফি‌রে পেয়েছেন তাঁরা যথাক্রমে দোহা‌লিয়ার র‌ঞ্জিত মালাকার, বাড়ুয়াইলের গুলজার হুসেন, কাঁঠালত‌লির ওমপ্রকাশ র‌বিদাস, চাঁদখিরাব‌স্তির আলি হু‌সেন, দ‌ক্ষিণ বিলবা‌ড়ির রাজ সিনহা, সোনা‌টিলার হেলাল উদ্দিন, দ‌ক্ষিণ হাটখলার হাসন আহমেদ, কাবা‌ড়িব‌ন্দের আইন উদ্দিন, তাঁতিরব‌ন্দের আজিম উদ্দিন, মৈনার সুভাষচন্দ্র চন্দ এবং বা‌গেরসাঙ্গ‌নের এএফ মইন উদ্দিন। তাঁরা সবাই নিজ নিজ মোবাইল ফোনের হ্যান্ডসেট ফি‌রে পে‌য়ে খু‌শি ব্যক্ত ক‌রে পু‌লি‌শের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেছেন।

এ ব্যাপারে ওসি বসুমতা‌রি জানান, গত প্রায় আড়াই-তিন মাস আগে এলাকার অনেকে বি‌ভিন্ন কার‌ণে মোবাইল সেট হারিয়ে থানায় লি‌খিত এজাহার দা‌খিল ক‌রে‌ছি‌লেন। প‌রে পু‌লিশ সুপা‌রের তত্ত্বাবধা‌নে তাঁদের হারা‌নো মোবাইল সেট খুঁজে বের কর‌তে কা‌জে লা‌গা‌নো হয় পু‌লি‌শের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ‌কে। এতে সাফল্যও আসে। হারা‌নো মোবাইল সে‌টের ইএমআই নম্বর ট্যাগ ক‌রে পু‌লিশ পৌ‌ছে যায় মোবাইল পর্যন্ত। যাঁদের কাছ থে‌কে মোবাইলগু‌লো উদ্ধার হয়েছে তাদের একাংশ নাকি জানান, তারা না‌কি এগুলি কু‌ড়ি‌য়ে পে‌য়ে‌ছেন। আবার অনেকে জানান, তারা না‌কি অন্য ব্যক্তির কাছ থে‌কে কিনেছেন। তাদের এ সব আজব কথায় পু‌লিশ গুরুত্ব না দি‌য়ে মোবাইলগু‌লো নি‌জে‌দের জিম্মায় নেয়।

উল্লেখ্য, দু‌দিন আগে অনুরূপভা‌বে বেশ ক‌য়েকটি হারা‌নো মোবাইল সেট পাথারকা‌ন্দি পু‌লিশ উদ্ধার ক‌রে মা‌লিক‌দের হা‌তে সম‌ঝে দি‌তে সক্ষম হ‌য়ে‌ছে। বা‌কি‌দের মোবাইল সেট খুঁজে উদ্ধার কর‌তে পু‌লি‌শের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।

Show More

Related Articles

Back to top button