হেঁটে পুরির জগন্নাথ মন্দির দর্শনে রাতাবাড়ির অসীম
করিমগঞ্জ : অযোধ্যা সহ চারধাম রিকশা চালিয়ে পরিভ্রমণের পর এবার পাঁয়ে হেটে জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওয়ানা হলেন অসীম নমঃশূদ্র৷ গত বছরের ৫ আগস্ট রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিভিয়া বাজার এলাকার বাসিন্দা অসীম রিকশা চালিয়ে চারধাম পরিভ্রমণে বেরিয়েছিলেন৷ প্রায় ৭০ দিন পর তিনি অযোধ্যা সহ চারধাম পরিভ্রমণ করে ঘরে ফিরে আসেন৷ এবার পায়ে হেঁটে জগন্নাথ দর্শনের সংকল্প নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন অসীম নমঃশূদ্র৷ শনিবার সকালে করিমগঞ্জ থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অসীম৷ দেশ ও দেশবাসীর মঙ্গল কামনায় তিনি এই সংকল্প নিয়েছেন বলে জানান৷ সাধারণ জনগণের সাহায্য সহযোগিতায় অসীম তার মনোবাসনা পূর্ণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ দীর্ঘ প্রায় ১ হাজার ৩০ কিলোমিটার যাত্রাপথে রাতের বেলায় কোনও মন্দিরে আশ্রয় নিবেন৷ নতুবা যখন যেভাবে জুটবে সেইভাবেই ব্যবস্থা করে নেবেন বলেও অসীম দৃঢ়তার সঙ্গে জানান৷ তার এই দীর্ঘ যাত্রাপথে চড়াই উতরাই ভগবান জগন্নাথ দেবের কৃপায় অনায়াসে পাড়ি দিতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি৷
উল্লেখ্য, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের শেষ প্রান্ত অর্থাৎ মিজোরাম সীমান্তবর্তী বিজয়পুর গ্রামের পুতুল নমঃশূদ্রের ছেলে অসীমের ভগবানের প্রতি অটুট আস্থা৷ অযোধ্যায় রামজন্মভূমি স্থান ও চারধাম দর্শন করার ইচ্ছা ছোটবেলা থেকেই মনে লালন করছিলেন তিনি৷ আর এই ইচ্ছা পূরণ হবার পর পায়ে হেঁটে জগন্নাথ দর্শনের সংকল্প নিয়েছেন বলে জানিয়েছেন অসীম নমঃশূদ্র৷