Barak Valley

করিমগঞ্জ বাইপাসে পাথর বোঝাই লরি আটকে বন বিভাগকে সমঝালেন জনতা

করিমগঞ্জ : অবৈধ পাথর বোঝাই লরি আটক করে বন বিভাগের কর্মীদের সমঝে দিলেন স্থানীয় জনতা৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে অসম-ত্রিপুরা সংযোগী জাতীয় সড়কের বাইপাসে৷

স্থানীয়দের অভিযোগ পেয়ে করিমগঞ্জ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাজেয়াপ্ত করেছেন TR-05-1719 নম্বরের ১০ চাকার ভাঙ্গা পাথর বোঝাই লরিটি৷ আটক করা হয়েছে লরির সহ-চালককে৷

সূত্রে জানা গেছে, বাইপাস দিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়ার পথে লরিটি আটকান স্থানীয় জনগণ৷ এরপর তারা খবর দেন করিমগঞ্জের বন কর্মীদের৷

ওই লরির সলমন নামের ধৃত সহ-চালক জানান, মালিডহর থেকে ভাঙা পাথর বোঝাই করে তারা ত্রিপুরার চুরাইবাড়ি নিয়ে যাচ্ছিলেন৷ যদিও করিমগঞ্জের বাইপাসে লরিটি আটকে রাখেন স্থানীয়রা৷

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা নতুন নয়, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না৷ তাই তারা লরিটি আটক করে বন বিভাগকে খবর দিয়েছেন৷ বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, রুটিন তল্লাশিতে বেরিয়ে তারা আটক করেছেন লরিটি৷ তবে চালক পালিয়ে যাওয়ায় লরির নথিপত্র খতিয়ে দেখা সম্ভব হয়নি৷ তদন্ত অব্যাহত রয়েছে৷

Show More

Related Articles

Back to top button