Barak Valley
১০ দিনব্যাপী পূজার আয়োজন বারইগ্রাম আশ্রমে
বারইগ্রাম : প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চমী থেক পূর্ণিমা পর্যন্ত ১০ দিনব্যাপী নানা দেবদেবীর পূজার্চনার পাশাপাশি হরিনাম সংকীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে বারইগ্রামস্থিত শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটি৷ ১৩-২৩ এপ্রিল পর্যন্ত বাৎসরিক শ্রীশ্রী মনসা পূজা সহ শ্রীশ্রী বাসন্তী পূজা, শ্রীশ্রী শীতলা পূজা, শ্রীশ্রী কালীমাতার পূজা ও শ্রীশ্রী লক্ষীনারায়ণ পূজা সহ অষ্টপ্রহর কীর্তন অনুষ্ঠিত হবে৷ ১০ দিনের এই উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকল সনাতনী ভক্তপ্রাণ জনগণের সক্রিয় সহযোগিতা সহ উপস্থিতি কামনা করেছেন আশ্রম পরিচালন কমিটির পক্ষে সম্পাদক তরুণ চৌধুরী৷