Barak Valley

১২ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল হচ্ছে লঙ্গাইঘাট শ্মশানে

করিমগঞ্জ : কমিউনিটি হলের শিলান্যাস হল লঙ্গাইঘাট শ্মশানে৷ করিমগঞ্জ পৌরসভার তরফে মঞ্জুর করা হয়েছে ১২ লক্ষাধিক টাকা৷ শিলান্যাস করেন ASTC Chairman মিশন রঞ্জন দাস ও জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷

রবিবার এ উপলক্ষ্যে শ্মশান পরিচালন কমিটির সভাপতি সৌমিত্র পালের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় মিশন রঞ্জন দাস বলেন, বিধায়ক থাকা অবস্থায় শ্মশানের উন্নয়নে অর্থ মঞ্জুর করেছিলেন৷ লঙ্গাই নদী সংলগ্ন এই শ্মশানের জন্য আগামীতে একটি ঘাট নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন তিনি৷ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, শহর সংলগ্ন ৩টি শ্মশান গ্রাম পঞ্চায়েতের এলাকায় রয়েছে৷ এই শ্মশানে পৌরসভার অধীন জাহানপুর, আজাদসাগর রোড, নেতাজি পল্লী এলাকার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে আসা হয়৷ এছাড়াও আরও বিভিন্ন এলাকার মৃতদেহ নিয়ে আসা হয়৷ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কমিউনিটি হল, নাট মন্দির প্রভৃতি নির্মাণের জন্য আগামীতে সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান দেবব্রত সাহা৷

সভায় বক্তব্য রাখেন বিষান দেব, সৌমিত্র পাল, উপ-পৌরপতি সুখেন্দু দাস, প্রাক্তন ওয়ার্ড কমিশনার রথীন্দ্র ভট্টাচার্য, কামাল উদ্দিন প্রমুখ৷ সভায় প্রাক্তন মন্ত্রী আবুসালেহ নজমুদ্দিন, প্রয়াত সাংসদ দ্বারকানাথ দাস, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ ও সত্য সাই সমিতির তরফে শ্মশানের উন্নয়নে সহযোগিতার কথা জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button