Barak Valley

১২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দম্পতি আটক খাগাইলে

কালিগঞ্জ : ১২ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লক্ষাধিক টাকা সমেত খাগাইলে আটক করা হয়েছে ঐক দম্পতিকে৷ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ ও নিলামবাজার পুলিশের যৌথ অভিযানে খাগাইল বার থেকে আটক করা হয় মজির উদ্দিনকে৷ পরে তার ঘরে অভিযান চালিয়ে তার বিছানার নীচ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ১৫ গ্রাম হেরোইন এবং নগদ ২ লক্ষ ১২ হাজারের বেশি টাকা৷ এরপর মজির উদ্দিন ও তার স্ত্রীকে আটক করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়৷ এ বিষয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ কুমার নিজের কাছে জানতে চাইলে বলেন, নেশা সামগ্রী ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করে প্রথমে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে আনা হয়৷ পরে তাদের করিমগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়৷ বর্তমানে তারা জেলে রয়েছেন বলে জানান তিনি ৷

Show More

Related Articles

Back to top button