Barak Valley
১৭, ১৮ এপ্রিল করিমগঞ্জের ৪টি স্থানে হজ ওরিয়েন্টেশন ট্রেনিং
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ২০২৪ সালের হজযাত্রীদের ১দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং ১৭ ও ১৮ এপ্রিল জেলার ৪টি স্থানে অনুষ্ঠিত হবে৷ এতে অসম, মেঘালয়, নাগাল্যান্ডের যুগ্ম রাজ্য হজ কমিটির কার্যবাহী আধিকারিক ও সচিব জানিয়েছেন–১৭ এপ্রিল, বুধবার করিমগঞ্জের কানিশাইল মর্কজ ও বদরপুরে দেওরাইল টাইটেল মাদ্রাসায় ১দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে৷
পাশাপাশি ১৮ এপ্রিল, বৃহস্পতিবার পাথারকান্দিতে কাবাড়িবন্দ এমই মাদ্রাসা ও আছিমগঞ্জে আছিমিয়া এমই স্কুলে ওই একদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে৷ প্রতিদিন প্রশিক্ষণ শুরু হবে সকাল ১০টা থেকে৷
প্রশিক্ষণে হজযাত্রীদের উপস্থিত থাকতে করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্ত ও জেলা হজ কমিটির সদস্য সচিব অনুরোধ জানিয়েছেন৷