Barak Valley
১৯-শে বঙ্গ সাহিত্যের অধিবেশনে শিশু মেলা
করিমগঞ্জ : বরাক বঙ্গের ৩০ তম অধিবেশন আগামী ১৯ জানুয়ারি করিমগঞ্জে শুরু হচ্ছে৷ এই অধিবেশনের অঙ্গ হিসাবে ২১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করিগঞ্জ বিএড কলেজ প্রাঙ্গণে নির্মিত সুখময় দত্ত স্মৃতি মঞ্চে শিশু মেলার আয়োজন করা হয়েছে৷ ৩-১২ বছরের শিশুরা এই অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করতে পারবে৷ যোগদানে ইচ্ছুক শিশুদের নাম আগামী ১৩ জানুয়ারি সকাল ১১টা থেকে মিশন রোডে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এসে নথিভুক্ত করতে হবে৷ অভ্যর্থনা সমিতির শিশু মেলা উপসমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে৷