Barak Valley

১ সেপ্টেম্বর থেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে স্বাক্ষর অভিযানে গ্রাহক সংস্থা

শিলচর : All Assam Electricity Consumer Association-র অসম রাজ্য কমিটির পক্ষ থেকে চূড়ান্ত গ্রাহক স্বার্থ বিরোধী Prepaid Smart Meter ব্যবস্থা ও বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার করা, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ বাতিল করা, বিলের কোনও ধারাকে ঘুরপথে চাপিয়ে না দেওয়া এবং বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণ ষড়যন্ত্র বন্ধ করা ইত্যাদি দাবিতে রাজ্যের ৫ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের স্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর নিকট প্রদানের কার্যসূচি গ্রহণ করা হয়েছে৷

আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১:৩০-য় পানপট্টিস্থিত APDCL কার্যালয়ের সামনে গোটা রাজ্যের সঙ্গে শিলচরেও সংগঠনের কাছাড় জেলা co-ordination committee-র পক্ষ থেকে এই অভিযান শুরু করা হবে৷

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে, বিদ্যুৎ বর্তমানে মানব সভ্যতার অগ্রগতির অতি গুরুত্বপূর্ণ উপাদান৷ কিন্তু এই বিদ্যুৎ পরিষেবাকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ স্বাধীনতার পর জনগণের tax-র কোটি কোটি টাকা খরচ করে দেশের শিল্পোন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও বিদ্যুত পরিষেবাকে শক্তিশালী করতে পরিকাঠামো গড়ে তোলা হয়৷ কিন্তু কেন্দ্র সরকার কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীকরণ ঘটিয়ে corporate গোষ্ঠীর মুনাফা লোটার স্বার্থে বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণ করতে উঠেপড়ে লেগেছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাকে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে চাইছে৷ তাই Prepaid Smart Meter ‘T&D’ নীতি প্রবর্তন করা হয়েছে৷ Smart Meter প্রতিস্থাপনের পর গ্রাহকদের বিদ্যুৎ বিল ৩/৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷ Prepaid ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহারের পূর্বেই গ্রাহকদের মাশুল প্রদান করতে হচ্ছে৷

এছাড়াও Prepaid Smart Meter সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীকে কর্মহীন করে দিয়েছে৷ শুধু তাই নয় বিদ্যুৎ উৎপাদনের সরকারি সংস্থাগুলোকে ক্রমাগত দুর্বল করে corporate গোষ্ঠীকে অত্যাধিক সুযোগ প্রদান করা হচ্ছে৷ ফলে লোডশেডিং সমস্যা দিন দিন বাড়ছে এবং বিদ্যুতের প্রতি unit-র মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে৷

এছাড়াও বিদ্যুৎ খন্ডের ব্যক্তিগতকরণ, বেসরকারিকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল-২০২২ উত্থাপিত হয়েছে৷ এই বিল আইনে পরিণত হলে ভবিষ্যতে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার থেকে বঞ্চিত হবে৷ তাই বিদ্যুৎ পরিষেবাকে রক্ষা করতে জনসাধারণকে সাক্ষর প্রদান সহ কার্যসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button