২০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৩২ তম শিলচর বইমেলা

শিলচর পিএনসি, ৭ জুলাই: বইয়ের বিকল্প নেই।বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। রবিবার শিলচরের সুভাষ নগরে ভাষা সেনানি পরিতোষ পাল চৌধুরীর বাসভবনে ৩২তম শিলচর বইমেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় একথা জানিয়েছেন ব ই মেলা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক হারাণ দে। এদিন সভায় ৩২তম শিলচর বইমেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভানেত্রী হিসেবে স্বর্ণালী চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী,সহ সভাপতি সাধন পুরকায়স্থ, সুবীর ভট্টাচার্য ও গোষ্ঠলাল দাস, সহ সম্পাদক গৌতম তালুকদার ও বাহার উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ, সহ সম্পাদক, রাজীব পাল চৌধুরী ও প্রদীপ দাস, প্রচার সচিব ,জয় রায়, রাজু চৌধুরী ও রানু দত্ত, সাহিত্য সম্পাদক শুক্লা ভট্টাচার্য , মৃদুলা ভট্টাচার্য ও অর্জুন চৌধুরী, কার্যকরী সদস্য উত্তম কুমার সী, পান্না লাল চক্রবর্তী,বারীন্দ্র কুমার দাস, পম্পা চৌধুরী,প্রণব কান্তি দাস, শেখর দে, অভিজিৎ বিশ্বাস,এনাম উদ্দিন লস্কর কে মনোনীত করা হয়। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে বিজয় কৃষ্ণ নাথ কে এবং , উপদেষ্টা মন্ডলীতে অতীন দাশ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী তৈমুর রাজা চৌধুরী, শংকর দে, বিবেক পোদ্দার মনোনীত করা হয়। এদিন সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। তিনি জানান, এবারের বই মেলায় বাংলাদেশ,কলকাতা,গুয়াহাটি ,আগরতলা সহ স্থানীয় প্রকাশক গোষ্ঠী মেলায় অংশ নেবেন। কলকাতা থেকে সাহিত্যিক, সাংবাদিক ও লেখক জ্যোতি প্রকাশ ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বইমেলা সফল করে তুলতে সকল স্তরের নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সুবীর ভৌমিক, গৌতম তালুকদার প্রমুখ।