২০ লক্ষাধিক টাকার ইয়াবা ও জাল নোট সহ পাথারকান্দিতে গ্রেফতার ত্রিপুরার দুই যুবক

পাথারকান্দি : জাল নোটের বিনিময়ে মাদকদ্রব্য ক্রয় করতে ত্রিপুরার দুই যুবক আসাম রাইফেলস-এর হাতে ধরা পড়েছে অসমের করিমগঞ্জ জেলান্তর্গত পাথারকান্দিতে। ধৃতদের উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার পেঁচারথল ও রামগঙ্গাপাড়ার বাসিন্দা যথাক্রমে জনৈক প্রাণেশ তালুকদারের ছেলে প্রীতিরঞ্জন তালুকদার এবং তরণী সরকারের ছেলে কাজল সরকার বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আজ শনিবার দুপুরে আসাম রাইফেলস-এর একটি দল ত্রিপুরা থেকে পাথারকান্দি এসে স্থানীয় পুলিশের সহায়তায় দোহালিয়া এলাকার এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে বেশ কয়েকটি প্যাকেটে প্রায় দু-কেজি ওজনের ২২ হাজারটি ইয়াবা ট্যারবলেট এবং জাল দশ হাজার ৫৫০ টাকা সহ দুই যুবককে আটক করে।
ঘটনা সম্পর্কে পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর দীপক দাস জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করেছে পুলিশ। তিনি জানান, ওই বাড়ির মালিক পালিয়ে গেলেও তাকে ধরতে সবদিকে জাল বিছানো হয়েছে।