Barak Valley
২২তম করিমগঞ্জ বইমেলার উদ্বোধন ১২ ডিসেম্বর
- বসবে ১৪টি স্টল
- সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
- নূন্যতম প্রবেশ মূল্য
- শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
বই পড়ার আগ্রহ বাড়াতে করিমগঞ্জ বইমেলা থেকে শুরু হবে আন্দোলন : সতু রায়
পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : ২২-এ পদার্পণ করিমগঞ্জ বইমেলার৷ উদ্বোধন হবে আগামী ১২ ডিসেম্বর৷ চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত৷ মেলায় ১৪টি স্টল থাকবে৷ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আসর, শিশুমেলা, বসে আঁকো প্রতিযোগিতা কার্যসূচি রয়েছে৷ স্থানীয় ছাড়াও বাংলাদেশ, কোলকাতা থেকে প্রকাশনি সংস্থা যোগ দেবে৷ সোমবার কালিবাড়ি রোডে সমবায় বিভাগের মাঠে মেলা স্থলে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা জানান উদ্যোক্তারা৷ বইমেলা সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন তাঁরা৷ বক্তব্য রাখেন কমিটির নতুন সভাপতি সতু রায়, সম্পাদক গৌতম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণুপদ নাগ প্রমুখ৷