২২ জানুয়ারি করিমগঞ্জ বাজার কালীমায়ের মন্দিরেও রামের পুজো
করিমগঞ্জ : রামমন্দিরের দ্বারোদ্ঘাটন করতে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় পা পড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এদিন অযোধ্যায় রীতিমতো মহোৎসবের আয়োজন করা হবে৷ সেই উৎসবে যেমন প্রধানমন্ত্রী থাকবেন, তেমনই থাকবেন দেশের প্রথম সারির সেলিব্রিটিরা৷ ওই দিনটাকে গোটা দেশের জন্যই বড়সড় ইভেন্টে পরিণত করতে চাইছেন প্রধানমন্ত্রী৷ দেশের ১৪০ কোটি ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, ২২ জানুয়ারি দেশজুড়ে হোক অকাল দিপাবলী৷
ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জেও এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ ওইদিন করিমগঞ্জ বাজার সর্বজনীন শ্রীশ্রী কালীময়ের মন্দিরে রামের পূজা অনুষ্ঠিত হবে৷ সকাল ৭টায় ঘট প্রতিস্থাপন করে পূজা শুরু হবে৷ সকাল ১০:৩০টা থেকে রামজপ, হনুমান চালিশা পাঠ এবং যজ্ঞানুষ্ঠান হবে৷ দুপুর ১টা থেকে বিতরণ করা হবে মহাপ্রসাদ৷ সঙ্গে এদিন ১০০৮ জনকে রাম গীতা বিতরণ করা হবে৷ সন্ধ্যায় হবে আরতি৷ মন্দিরের উৎসবে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মন্দির পরিচালন সমিতির অন্যতম কর্মকর্তা তথা এলাকার পৌর-কমিশনার যিশুকৃষ্ণ রায়৷