Barak Valley
২৩ ফেব্রুয়ারি থেকে করিমগঞ্জ কালীবাড়িতে বার্ষিক অনুষ্ঠান
করিমগঞ্জ : করিমগঞ্জ কালীবাড়ি কমিটির উদ্যোগে এবারও ২৩-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক কীর্তানানুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ ২৩ ফেব্রুয়ারি শিব, বিষ্ণু ও কালীমাতার অভিষেক এবং চণ্ডীদেবীর পুজো হবে৷ রাতে কালীমাতার আরতি ও ভক্তিমূলক ভজন সঞ্জীতানুষ্ঠান হবে৷ এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন৷ ২৪ ফেব্রুয়ারি সকালে চণ্ডীদেবীর পঞ্চাবৃত্তি ও সপ্তসতী হোম এবং রাতে কীর্তণের শুভ অধিবাস৷ ২৫-২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২৪ প্রহর হরিনাম সংকীর্তন৷ ২৮ ফেব্রুয়ারি সংকীর্তন সমাপন, শোভাযাত্রা মহোৎসব ও মহন্তবিদায়৷ এতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন উৎসব কমিটির সভাপতি অরূপ ভট্টাচার্য ও আহ্বায়ক দেবল নন্দী ও কোষাধ্যক্ষ রুদ্রকান্ত নন্দী৷