Updates

২৫ অক্টোবর থেকে সাংস্কৃতিক মহাসংগ্রামের রেজিস্ট্রেশন

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা স্তরে একমাস ব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে৷ করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক ও সাংস্কৃতিক মহাসংগ্রাম কর্মসূচির নোডাল অফিসার এক বিজ্ঞপ্তিতে জেলার সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের জানিয়েছেন, এই সাংস্কৃতিক মহাসংগ্রামে এককভাবে জ্যোতি সঙ্গীত, রাভা সঙ্গীত, ভূপেন সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীতে অংশগ্রহণের জন্য যোগদান করা যাবে৷

পাশাপাশি সমবেত বিহু নৃত্য ও পারস্পরিক নৃত্যও থাকছে৷

একক সঙ্গীত ও সমবেত নৃত্যে অংশগ্রহণকারীদের বয়স সীমা ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে৷ এতে পুরুষ ও মহিলা উভয় অংশগ্রহণকারীদের বয়স সীমা ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে৷ এতে পুরুষ ও মহিলা উভয় অংশগ্রহণকারীদের প্রথম ক্যাটাগরিতে বয়স সীমা ১৮-১২ বছর, ২য় ক্যাটাগরিতে ১৯-২৪, ৩য় ক্যাটাগরিতে ৩৫-২৫ বছর৷

এই সাংস্কৃতিক মহাসংগ্রাম কর্মসূচিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের যোগদানের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে৷ কার্যালয়ে রেজিস্ট্রেশন ফর্ম ও ৪টি সঙ্গীত ক্যাটাগরির গানের তালিকা পাওয়া যাবে৷

অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার এবং পৌরসভার এগজিকিউটিভ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button