Updates

২৮ ফেব্রুয়ারি বদরপুরের এংলারবাজারে গৌরব গগৈর জনসভা

করিমগঞ্জ : ২৮ ফেব্রুয়ারি বদরপুরে আসছেন সাংসদ গৌরব গগৈ৷ বদরপুরের এংলারবাজারে এক জনসভায় যোগ দেবেন তিনি৷ পরবর্তীতে করিমগঞ্জ লোকসভা আসনে টিকিট প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে৷ দু’টি জনসভায় বক্তব্য রেখে বিকেল ৪টায় তিনি হাইলাকান্দিতে জনসভায় বক্তব্য রাখবেন৷ হাইলাকান্দির সাহাবাদে এক ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি৷ ২৯ ফেব্রুয়ারি শিলচরে কর্মীদের সঙ্গে বৈঠক করে গুয়াহাটি ফিরে যাবেন বলে দলীয় সূত্রে প্রকাশ৷

Show More

Related Articles

Back to top button