Barak Valley

২৮-৩০ মার্চ পোস্টাল ব্যালট ফেসিলিটেসন কেন্দ্র কার্যকরী থাকছে

করিমগঞ্জ : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত ভোট কর্মীদের প্রশিক্ষণ আগামী ২৮ ও ৩০ মার্চ জেলার ১০টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে কর্তব্যরত ভোট কর্মীদের তাদের নিজ নিজ ভোট পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রদান করার সুবিধা করে দিতে ওই ১০ টি প্রশিক্ষণ কেন্দ্রে পোস্টাল ব্যালট ফেসিলিটেসন কেন্দ্র কার্যকরী থাকবে বলে করিমগঞ্জের পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন।

এতে ২৮ ও ৩০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১ টা এবং বেলা ১ট ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত করিমগঞ্জ শহরের রবীন্দ্রসদন গার্লস কলেজ, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এম এম এম সি গার্লস এইচ এস স্কুল, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বারইগ্রামে জাফরগড় এক্সটেন্ডেড এইচএস স্কুল, পাথারকান্দিতে প্রেমময়ী সিনিয়র বেসিক ইন্সটিটিউশন ও মডেল এইচএস স্কুল, আনিপুরে নারায়ন নাথ এইচএস স্কুল এবং রামকৃষ্ণ নগরে আর কে নগর কলেজের প্রশিক্ষণ কেন্দ্রে ভোট কর্মীদের পোস্টাল ব্যালট পেপারের জন্য ফর্ম ১২ বিতরণ ও সংগ্রহ করা হবে। ওই পোস্টাল ব্যালট ফেসিলিটেশন কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন সংশ্লিষ্ট সেল ইনচার্জ।

Show More

Related Articles

Back to top button