Barak Valley

২ এপ্রিল পারুলের মনোনয়ন জমায় থাকছেন আজমল

করিমগঞ্জ : দল সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমলকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন UDF প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পারুল৷ আগামী ২ এপ্রিল মনোনয়ন দাখিল করবেন তিনি৷ বদরুদ্দিন আজমলের গুডবুকে না থাকলেও শেষ মুহূর্তে টিকিট হাসিল করতে সক্ষম হয়েছেন পারুল৷ ২ এপ্রিল পাঁচগ্রাম এলাকা থেকে বিশাল বাইক ও কার রেলি করে আজমলকে নিয়ে আসা হবে করিমগঞ্জে৷ এরপর বিশাল সংখ্যক সমর্থক নিয়ে জেলাশাসক কার্যালয়ে পারুল মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button