৩১ ডিসেম্বর করিমগঞ্জে বিজয়শালিনী শক্তি সম্মেলন
ভারতে মাতৃশক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ : পূরবী
করিমগঞ্জ : রাষ্ট্র জাগরণের সংকল্পকে সামনে রেখে করিমগঞ্জে মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে বিজয় শালিনী শক্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এ নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে৷ আগামী ৩১ ডিসেম্বর পাবলিক স্কুলের খেলার মাঠে সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হবে৷ এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ড. সুপর্ণা রায়, সহ বিশ্ববিদ্যালয়ের social work বিভাগের সহকারী অধ্যাপিকা ড. জয়শ্রী দে, রবীন্দ্রসদন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি, অধিবক্তা কৃষ্ণকলি দাস৷ বৃহস্পতিবার সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন আয়োজকরা৷
রাষ্ট্রীয় সেবিকা সমিতির দক্ষিণ অসম প্রান্তের সেবা প্রমুখ তথা বিজয় শালিনী শক্তি সম্মেলনের জেলা সংযোজিকা পূরবী দে বলেন, গৃহবধূ, উচ্চস্তরে কর্মরত সহ সর্বস্তরের মহিলাদের নিয়ে একত্রীকরণের মাধ্যমে সম্মিলিত দেশ নির্মাণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ ভারতবর্ষে মাতৃশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ মায়েদের সংস্কার, সভ্যতার জন্য এই দেশ পুণ্যভূমিতে পরিণত হয়েছে৷ স্বাধীন ভারত থাকলেও মহিলারা এখনো বিভিন্ন ক্ষেত্রে অসুরক্ষিত৷ মহিলাদের সুরক্ষা এখনো প্রশ্নচিহ্নের মুখে৷ অনেকভাবে বিতাড়িত হন মহিলারা৷ সেই চিন্তন নিয়েই এই সম্মেলন৷ সর্বভারতীয় স্তরে মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে শালিনী শক্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ দেশে মোট ৬৩১টি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ ইতিমধ্যে ২২০টি সম্মেলন হয়েছে৷ করিমগঞ্জের সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে৷ যার মধ্যে রয়েছে — ভারতীয় চিন্তনে মহিলাদের ভূমিকা, রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা, ভারতে মহিলাদের স্তিতি ইত্যাদি৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির জেলা কার্যবাহিকা গৌতমি ভট্টাচার্য, বিজয় শালিনী শক্তি সম্মেলনের প্রচার প্রমুখ জুলি দাস ও শিখা চক্রবর্তী৷