৪ ক্রীড়া ব্যক্তিত্বকে স্মরণ করল করিমগঞ্জ ডিএসএ
করিমগঞ্জ : একাধিক খেলাধূলায় করিমগঞ্জের নাম উজ্জ্বল করা অতীত দিনের তারকা খেলোয়াড় ভাগবত দাসের স্মৃতিচারণ করল করিমগঞ্জ DSA.আজ সন্ধ্যায় সংস্থার conference hall-এ এই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়৷ একই সভায় স্মরণ করা হল সদ্য প্রয়াত আরও ৩ জনকে৷ তাঁরা হলেন যথাক্রমে প্রাক্তন খেলোয়াড় অমলেন্দু ভট্টাচার্য, জেলা দলের প্রাক্তন cricketer প্রমিত সেন এবং প্রশিক্ষক জয়ন্ত হাজারিকা৷
DSA সভাপতি অমলেশ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় ভাগবত দাসের খেলোয়াড় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন অধিকাংশ বক্তা৷ একজন ভাল ভলিবল খেলোয়াড় ছিলেন ভাগবত দাস৷ ফুটবলে তিনি ছিলেন আক্রমণভাগের সদস্য৷ একই ভাবে লাল বলের ক্রিকেটে ছিলেন ভয়ঙ্কর৷ দীর্ঘদিন করিমগঞ্জের খেলাধূলাকে সমৃদ্ধ করেছেন ভাগবত দাস৷ তাঁর মৃত্যুতে জেলার খেলাধূলায় অপূরণীয় ক্ষতি হয়েছে৷
প্রমিত সেনের নেতৃত্বে করিমগঞ্জ সরকারি স্কুল দল ২০০৮ সালে দিলীপ শর্মা ট্রফি অনূর্ধ্ব ১৫ ক্রিকেট অসম সেরা হয়েছিল৷ এরপর জামশেদপুরে পলি উমরিগড় ট্রফিতেও অংশগ্রহণ করে৷ খেলোয়াড় জীবনে প্রমিত করিমগঞ্জ DSA-র একজন নির্ভরযোগ্য cricketer ছিলেন৷ সম্প্রতি কালীপূজার রাতে সরিষা এলাকায় ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়৷
প্রাক্তন খেলোয়াড় অমলেন্দু ভট্টাচার্য খেলাধূলার জগতে নিজের ভাল একটা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন৷ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন৷
দুল্লভছড়ার পিআই জয়ন্ত হাজারিকা সহ ৪ ক্রীড়া ব্যক্তিত্বের সবার আত্মার চির শান্তি কামনা করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়৷
বক্তব্য রাখেন DSA সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, ফুটবল সচিব মৃণাল কান্তি দাস প্রমুখ৷ সবশেষে ১ মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়৷