৫০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার অসমের চুড়াইবাড়ি গেটে, ট্রাক ছেড়ে ফেরার চালক

বাজারিছড়া : অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৫০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ গাঁজা। গাঁজাবাহী ট্রাককে বাজেয়াপ্ত করা হলেও, ট্রাক ছেড়ে গা ঢাকা দেওয়ায় তার চালককে ধরতে পারেনি পুলিশের অভিযানকারী দল।
আজ বুধবার বিকালে টিআর ০১ এসি ১৬৮৬ নম্বরের একটি ছয় চাকার ট্রাক ত্রিপুরা থেকে অসমের প্রবেশদ্বার চুড়াইবাড়িতে আসে। ট্রাকটিকে টহলদারী পুলিশ গতিরোধ করতে সিগন্যাল দেয়। কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ছুটতে থাকে। পুলিশও অন্য গাড়ি নিয়ে পলায়নরত ট্রাকের পিছু ধাওয়া করে। চালক পরিস্থিতি বেগতিক দেখে ট্রাককে চুড়াইবাড়ি এলাকার পানবাজারে সড়কের পাশে রেখে পাহাড়ি পথে গা ঢাকা দিয়েছে।
এদিকে পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি ট্রাককে জিম্মায় নিয়ে তালাশি চালিয়ে গাড়ির গোপন খোপ থেকে ৫৮ প্যাকেটে মোট পাঁচ কুইন্টাল ৯৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন। গাঁজাগুলি কালোবাজারি মূল্য ৫০ লক্ষাধিক টাকা হবে। ট্রাক ও গাঁজাগুলো পুলিশের হেফাজতে রয়েছে।