Barak Valley
৫ বাংলাদেশিকে পুশব্যাক করিমগঞ্জে
করিমগঞ্জ : বুধবার করিমগঞ্জ জেলায় ৪ মহিলা সহ ৫ বাংলাদেশিকে পাকড়াও করা হয়৷ এবং এদের আবার পুশব্যাক করা হয়৷ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানান৷ তিনি বলেন, এরা করিমগঞ্জ জেলায় যখন প্রবেশের চেষ্টা করছিল, তখন তাদের পাকড়াও করে করিমগঞ্জ পুলিশ৷ এদের নাম আফরোজা জহিরুল সর্দার, টুম্পা হক, হৃদয় এসকে, আখি এসকে ও লখিপুর আক্তার৷ হিমন্ত আজ সমাজিক মাধ্যমে বলেন, আসাম পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তে অহরহ সতর্কতা অবলম্বন করছে যাতে কোনও অনুপ্রবেশকারী আমাদের দেশে প্রবেশ না করতে পারে৷ এদের আজ কাকভোরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷