EducationAssam

৫ মে হায়ার সেকেন্ডারির ফলাফল : পেগু

গুয়াহাটি : আগামী ৫ মে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফল ঘোষণা করা হবে৷ বুধবার একথা জানালেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু৷ তবে এর আগেও ফল ঘোষণা হয়ে যেতে পারে৷ পেগু বলেছেন, যদি কোনও অসুবিধা দেখা দেয় তা সত্ত্বেও ৫ মে-ই হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফল ঘোষণা করা হবেই৷ তবে সবকিছু ঠিকঠাক থাকলে এর আগেও ফল ঘোষণা করা হয়ে যেতে পারে৷ সূত্রের খবর ৩০ এপ্রিল ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে৷ সরকারি ওয়েবসাইট ছাড়াও উপলব্ধ মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷

Show More

Related Articles

Back to top button