বিধায়ক কৃষ্ণেন্দুর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ১০২ তম মন কী বাত অনুষ্ঠান কাঁঠালতলিতে

পাথারকান্দি : প্রধানমন্ত্রীর ১০২ তম মন কী বাত অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় পাথারকান্দির অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলিতে৷ ১৩০ নং বুথ কেন্দ্রের কাঁঠালতলি বাজার সংলগ্ন বিজেপির বাঘন জিপির সেক্টর ইনচার্জ আব্দুল শুকুরের বাড়িতে সকাল ১০টা থেকে অনুষ্ঠানে মানুষের আগমন ঘটে৷ লাগানো হয় একটি বড় টিভি৷ সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রীর ১০২ তম মন কী বাত শুরু হয়৷ আর তা টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেন উপস্থিত বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ দলীয় বিভিন্ন স্তরের কর্মী সমর্থকেরা৷
মন কী বাত শেষে উপস্থিত বিধায়ক সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়৷ পরে আলোচনা করতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরেন৷
তিনি বলেন, একটি সঠিক দিশায় সমাজ পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর মন কী বাত অনুষ্ঠানের কথা জনগণের কাছে তোলে ধরতে হবে৷ সবাই এক হয়ে ভারতবর্ষ যাতে জগৎ সভায় শ্রেষ্ট আসন লাভ করতে পারে সেই চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে৷ আগন্তুক দিনে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলতে জোরদারভাবে কাজ করার আহ্বান জানান তিনি৷
অনুষ্ঠান পরিচালনা করেন মস্তুফা আহমদ৷ উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মন্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, মন্ডল বিজেপির উপ-সভানেত্রী শিপ্রা কৈরি, মেদলি জিপি সভাপতি অন্তুবাল্মীকি দাস সহ আরো অনেকে৷