Updates
অনুমতি ছাড়া সবুজ আতশবাজি বিক্রিও নিষিদ্ধ

জনসংযোগ, হাইলাকান্দি, ১০ নভেম্বর : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন দীপাবলি উপলক্ষে অনুমতি ছাড়া সবুজ আতশবাজি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলার সব সার্কেল অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে জেলায় দীপাবলি উপলক্ষে বিক্রি করা সবুজ আতশবাজি অর্থাৎ গ্রীন ক্রেকার বিক্রির জন্য অনুমতি আছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। যদি অনুমতি না থাকে তবে এ ধরনের আতশবাজি তৎক্ষণাৎ জব্দ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।