Barak Valley

হাইলাকান্দিতে মিশন বসুন্ধরা ৩.০ কার্যাসূচির সচেতনতা শিবির অনুষ্ঠিত

জনসংযোগ, হাইলাকান্দি, ২৬ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলায়ও আগামী ২ অক্টোবর মিশন বসুন্ধরা কার্যসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। এই কার্যসূচি সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বৃহস্পতিবার থেকে হাইলাকান্দি জেলায় সচেতনতা বা আই ই সি কার্যসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দি রাজস্ব চক্রের ১৪ টি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সচেতনতা শিবিরগুলিতে জানানো হয়, আগামী ২ অক্টোবর মিশন বসুন্ধরা-র ধরিত্রী পোর্টাল চালু হবে। এতে জমির বিভিন্ন পরিষেবা পেতে দরখাস্ত করা যাবে।এর মধ্যে রয়েছে ভূমির শ্রেনি বদল,একশনা পাট্টা থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন, নামজারি। এছাড়া খাস জমি থেকে সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির জন্যও জমি বন্দোবস্তের দরখাস্ত ধরিত্রী পোর্টাল মারফৎ দরখাস্ত কর যাবে বলে সচেতনতা সভা গুলিতে জানিয়ে দেওয়া হয়। সার্কেল অফিসার এবং এসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার আরিফ আহমেদ চৌধুরী গাঙ্গপার-ধূমকর জিপি, বোয়ালিপার জিপি এবং নিতাইনগর জিপি-র সচেতনতা শিবিরে যোগ দেন। বৃহস্পতিবার যে জিপি গুলিতে সচেতনতা সভার আয়োজন করা হয় সেগুলি হল, মাটিজুরি-পাইকান, চান্দপুর -উজানকুপা, শিরিষপুর, নারায়নপুর -তুপখানা, বাহাদুরপুর, রতনপুর, বাশডর-বড়হাইলাকান্দি, সুদর্শনপুর -বন্দুকমারা, রাঙ্গাউটি, কাঞ্চনপুর, ভাটিরকূপা, গাঙ্গপার-ধূমকর-লক্ষীরবন্দ, বোয়ালিপার এবং নিতাই নগর জিপি।

Show More

Related Articles

Back to top button