অমৃত বৃক্ষ : হাইলাকান্দিতে এপর্যন্ত দুই লাখেরও বেশি চারা গাছ রোপন

জনসংযোগ, হাইলাকান্দি, ১০: হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে এ বছর এখন পর্যন্ত ২ লক্ষেরও বেশি চারা গাছ লাগানো হয়েছে। অমৃত বৃক্ষের পোর্টাল অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ লক্ষ ৮ হাজার ৭৯৮ টি গাছের চারা রোপন করে সেলফি পোর্টেলে আপলোড করা হয়েছে। এরমধ্যে গ্রামীন জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার এস এইচজি কর্মকর্তারা শনিবার পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজার ৩৫৯টি চারা গাছ রোপন করে সেলফি পোর্টেলে আপলোড করেছেন। জেলার শিক্ষাঙ্গন গুলিতে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২১ হাজার ৮৪৭ টি গাছের চারা রোপন করে সেলফি আপলোড করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলায় ৫ লক্ষ গাছের চারা রোপন করে পোর্টালে আপলোড করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে ইতিমধ্যে যারা পোর্টেলে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে, পোর্টেলে সেলফি তুলে আপলোড করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।