Barak ValleyAssamNorth-East

রবিবারের সাহিত্য আড্ডার বিশ্ব কবিতা দিবস পালন

করিমগঞ্জ : বিশ্ব কবিতা দিবসে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করল রবিবারের সাহিত্য আড্ডা৷ করিমগঞ্জ শিক্ষক ভবনে দিনভর ছিল নানা অনুষ্ঠান৷ সকালে অমিত চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন৷ এরপর কবিতা আলেখ্যতে অংশ নেন সুদীপ ভট্টাচার্য, শিবানী গুপ্ত, গৌতম চৌধুরী, অনিন্দিতা চক্রবর্তী, রঞ্জিতা চক্রবর্তী ও চান্দ্রেয়ী দেব৷

এদিন সকালের অনুষ্ঠান পৌরোহিত্য করেন বিনোদলাল চক্রবর্তী৷ এতে আলোচ্য বিষয় ছিল কবিতায় রূপকের ব্যবহার ও তার ক্রমবিকাশ, শ্রীহট্টীয় লৌকিক সাহিত্য ও তার ধারা৷ দু’টি বিষয়ে আলোচনায় পৃথকভাবে অংশ নেন কবি শতদল আচার্য এবং প্রাবন্ধিক মন্টু দাস৷

সাহিত্য আড্ডায় এদিন লেখক সংবর্ধনা প্রদান করা হয়৷ শিলচরের গল্পকার ড. হিমাশিস ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের প্রাবন্ধিক অরূপ কুমার ভুঁইয়া এবং ধর্মনগরের মণিকা বরুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়৷

অনুষ্ঠানে নির্দিষ্ট প্রসঙ্গের উপর সারগর্ভ বক্তব্য রাখেন গল্পকার ড. হিমাশিস ভট্টাচার্য৷ তিনি রবিবারের সাহিত্য আড্ডার সুন্দর আয়োজনের প্রশংসা করেন৷

অনুষ্ঠানে কবি নারায়ণ মোদকের গল্প সংকলন উন্মোচন করেন ড. হিমাশিস ভট্টাচার্য, বিপ্লব গোস্বামীর ছড়া গ্রন্থ উন্মোচন করেন আশুতোষ দাস৷ স্বরিত সাহিত্য পত্রিকার পঞ্চদশ সংকলন উন্মোচন করেন অরূপ কুমার ভুঁইয়া৷

কবিতা পাঠের আসর সঞ্চালনা করেন শিখা দাশগুপ্ত ও শতদল আচার্য৷ পঞ্চদশ স্বরিত সাহিত্য পত্রিকার কবি-লেখকদের স্মারক সম্মাননা প্রদান করা হয় সাহিত্য আড্ডার তরফে৷ অনুষ্ঠান সুন্দর ও সফল আয়োজনে সকলকে কৃতজ্ঞতা জানান সাহিত্য আড্ডার তরফে গৌতম চৌধুরী ও নারায়ণ মোদক৷

Show More

Related Articles

Back to top button