Barak Valley
পাথারকান্দিতে গ্রেফতার সাত জুয়াড়িকে জেল হাজতে পাঠাল করিমগঞ্জ আদালত

পাথারকান্দি : শুক্রবার রাতে পাথারকান্দি পুলিশের এক দল মৈনা এলাকার এক গোপন ডেরায় হানা দিয়ে সাত জুয়াড়িকে হাতেনাতে আটক করে। রাতভর তাদের থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার করিমগঞ্জের সিজেএম আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
ধৃতদের আতানগরের জমির উদ্দিন, আইনুল হক, আব্দুল কায়ুম ও খসরু মিয়াঁ, বাদেজমার আব্দুল রহিম, অর্জুনপুরের আজিজ উদ্দিন এবং কলাখাউড়ির জিলুল হক।
গত কয়েকদিন ধরে তারা মৈনা সহ আশপাশ এলাকায় মোটা টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলছিল বলে অভিযোগ। এতে এলাকার সার্বিক পরিবেশ তলানিতে যাচ্ছিল। পাশাপাশি জুয়ার জেরে বেড়ে চলছিল অসামাজিক অপরাধ।