AssamBarak ValleyNorth-East
করিমগঞ্জের যান-মালিকদের রোডট্যাক্স জমা দেওয়ার আহ্বান ডিটিওর

করিমগঞ্জ, ১২ মার্চ : করিমগঞ্জ জেলার সব বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের মালিকদের বকেয়া রোড ট্যাক্স, ব্যক্তিগত যানবাহনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পুনর্নবীকরণ এবং বাকি ই-চালান জরিমানা আগামী ৩১ মাৰ্চের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহণ আধিকারিক (ডিটিও) সাহাব উদ্দিন তাপাদার।
আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিটিও সাহাব উদ্দিন বলেন, ২০২২-২৩ অর্থবছরের করিমগঞ্জ জেলার জন্য সরকার থেকে নির্ধারিত রাজস্ব সংগ্রহের লক্ষ্যে পৌঁছনোর উদ্দেশ্যে জেলায় বকেয়া রোড ট্যাক্স সংগ্রহ এবং যানবাহন আইন ও ধারা অমান্যকারীদের বিরুদ্ধে অপরাধী মামলা দায়ের করতে এনফোর্সমেন্ট টিমের অভিযান করিমগঞ্জ জেলা জুড়ে জোর কদমে চলছে। তাই সব যানবাহন মালিকদের জরিমানা এড়ানোর জন্য যথাসময়ে তাঁদের রোড ট্যাক্স জমা দেওয়ার আহ্বান জানান তিনি।