Barak ValleyAssamNorth-East

অসম রাইফেলস্ ও পুলিশের যৌথ অভিযানে পাথারকান্দিতে ১৫ লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার, ধৃত ১

কদমতলা প্রতিনিধি।১৪ মার্চ।।
করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের এক গোপন সুত্রের ভিত্তিত্বে মঙ্গলবার সন্ধ্যায় অসম রাইফেলসের একুশ নং সেক্টর রাধানগর ব্যাটালিয়ন ও পাথারকান্দি থানা পুলিশের যৌথ অভিযানে ভারত-বাংলা সীমান্ত টুকেরবাজার থেকে পাথারকান্দি অভিমুখে আসা সেনা পোষাক পরহিত এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি কালো রংয়ের প্লাষ্টিকের ব্যাগ থেকে পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার ভারতীয় জাল নোট উদ্ধার হয়।পাশাপাশি তার কাছ থেকে একটি দামি মোবাইল সেটও জব্দ করেছে পুলিশ।পরে এতে জড়িত যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম নিজামউদ্দিন লস্কর।বয়ষ(পয়ত্রিশ)বছর।তার বাড়ি স্থানীয় কেউটি গ্রামে।বর্তমানে উদ্ধারকৃত টাকা সহ ধৃতকে পাথারকান্দি থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান পুলিশের এসআই এল ক্রো।।

Show More

Related Articles

Back to top button